Realy

#রিলে

প্রশ্নঃ রিলে কি? রিলে কিভাবে কাজ করে?

উত্তরঃ রিলে এমন একটি প্রটেকটিভ ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার সিস্টেমে কোন পূর্ব নির্ধারিত বৈদ্যুতিক অবস্থার পরিবর্তনে সাড়া দিয়ে সার্কিটে সংযুক্ত অন্যান্য প্রটেকটিভ ডিভাইস (সার্কিট ব্রেকার, ট্রিপ কয়েল ইত্যাদি) সমূহকে অপারেট করতে সাহায্য করে।
সিস্টেম কে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রিলেকে সবসময় সজাগ ভূমিকা পালন করতে হয়, এজন্য রিলেকে অতন্দ্র প্রহরী বলা হয়।
রিলে বিভিন্ন ধরণের হয়ে থাকে, যেমনঃ
# Solid State Relay,
# Overload Relay,
# Phase Failure Relay,
# Over Current Relay,
# PTC Relay ইত্যাদি।

#বাজারে প্রচলিত Relay সমূহ ৩ ধরনের হয়ে থাকে

SPST: Single Pole Single Throw
SPDT: Single Pole Double Throw
DPDT: Double pole Double Throw
DPST: Double Pole Single Throw

SPST এই ধরনের Relay সাধারণত ৪ টি পিন হয়ে থাকে।

SPDT এই ধরনের Relay সাধারণত ৫ টি পিন থাকে।

DPST এই ধরনের Relay সাধারণত ৬ টি পিন থাকে।

DPDT এই ধরনের Relay সাধারণত ৮ টি পিন থাকে।

#নীচের বিস্তারিত আলোচনার প্রধান বিষয়গুলো প্রথমে উল্লেখ করা হলঃ
১। রিলে কাকে বলে?

২। রিলের কাজ কি?

৩। রিলের প্রকারভেদ ।

৪। রিলের প্রতীক ।

৫। রিলের পিনগুলোর পরিচিতি এবং NC (নরমালি ওপেন), NO (নরমালি ক্লোজ) বলতে কি বঝায়?
উপরের সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে নিচের লিংক থেকে জেনে নিন।
শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন : http://eeecareer.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/

Comments