TDS & PPM OF WATER conductivity

ppm এর ফুল নাম parts per milion . কিন্তু এটি parts per notation পদ্ধতির একটি অংশ । কোন দ্রবনে কিছু দ্রবীভুত করলে একটা নির্দিষ্ট সময় পর ঐ দ্রবনের সকল স্থানে দ্রব গুলাে সমান ভাবে থাকে , এবং তরলের নির্দিষ্ট আকার না থাকায় ঐ । দ্রবনে পদার্থটির পরিমাপ করা সহজ নয় । যেমন সাগরের লােনা পানি আর নদীর লােনা পানি একই রকম লােনা নয় । এক্ষেত্রে । পানিতে লবনের পরিমাপ করতে পিপিএম ব্যবহার হয় । পিপিএম এর স্টান্ডার্ড হচ্ছে ১০৬ । এটি মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয় । অর্থাৎ এক লিটার পানিতে ১০০০০০০ টি দ্রবের কনা কে স্টান্ডার্ড ধরে যে পানিতে প্রতি লিটারে এর চেয়ে কম লবনের অনু তার পিপিএম কম , এভাবে দ্রবনে দ্রবের পদার্থ পরিমাপ করার এককই হচ্ছে পিপিএম ।

Electrical conductivity is a measure of the saltiness of the water and is measured on a scale from 0 to 50,000 uS/cm. Electrical conductivity is measured in microsiemens per centimeter (uS/cm). Freshwater is usually between 0 and 1,500 uS/cm and typical sea water has a conductivity value of about 50,000 uS/cm.

Comments