** VFD পর্ব -০১**
@@@ এ সকল পর্বে থাকবে । এই সকল পোষ্ট এ Variable Frequency Drive কে কিভাবে External ও Internal Conection এবং PLC এর সাথে কানেকশন + কমান্ড সম্পর্কে আলোচনা করব । আমি ২.২ KW এবং ১.৫ KW বুঝাব KW যাই হোক না কেন । একটি শিখলে বাকি গুলি এমনিতেই বুঝবেন । প্রথমে নেমপ্লেট সম্পর্কে জানাব এখানে থাকে , Model Number , Input , Output , Frequency Range .. Input-Output কত ভোল্ট এ কাজ করে । Frequency Range কত থেকে কত করা যায় । পোষ্ট এ কিছু পিক দিয়েছি এগুলি আগে দেখে তারপর কমেন্ট করুন ।
**Model Explanation**
...........VFD 007 m 23 A দ্বারা কি বুঝায় ............
@@ A দ্বারা Version Type
@@ 23 দ্বারা Input Voltage ...
--11 দ্বারা Single Phase 115V
-- 21 দ্বারা Single Phase 230V
-- 23 দ্বারা Three Phase 230V
-- 43 দ্বারা Three Phase 460V
-- 53 দ্বারা Three Phase 575V
@@ M দ্বারা M series.
@@ 007 -- Applicable Motor Capacity....
004--দ্বারা 0.5 HP ( 0.4kw )
007--দ্বারা 1 HP ( 0.7kw )
015--দ্বারা 2 HP ( 1.5kw )
022--দ্বারা 3 HP ( 2.2kw )
037--দ্বারা 5 HP ( 5kw )
055--দ্বারা 7.5 HP ( 5.5kw )
0.75--দ্বারা 10 HP ( 7.5kw )
*****Serial Number Explanation*****
...........D007M23AT5011230 দ্বারা কি বুঝায় ............
~1230 দ্বারা --Production Number
~01 দ্বারা -- Production Week
~D007M23A - এটা দ্বারা কি তা একটু আগেই জানলাম ।
~5 দ্বারা Production Year 2005
~T দ্বারা Production Factory ( Taoyuan )
@@@ এবার দেখবো এর External অংশ -----
এর উপরে থাকে Input Power এবং নিচের দিকে থাকে Output Power এটা Single Phase Three phase হতে পারে । আর কী-প্যাড এর মাধ্যমে কমান্ড দেবো ।
~ RA , RB, RC হল Relay feedback Terminal
~ M0, M1,M2,M3,M4,M5 হল PLC এর Output .
~ ACI হল Analoge Current Input ( 4~20mA)
~ AVI হল Analoge Voltage Input ( 0~10v) এটা Frequency এর উপর নির্ভর করে ।
~ AFM হল Analoge Frequency Meter .(0~10v).(0~50Hz)
এর মাধ্যমে Analoge Current কম বেশি হয় । প্যারামিটার অনুযায়ী ।
~ GND হল এটা না বললাম কি বলেন ?
আজ এখানেই শেষ । আমি চাই সবাই শিখুক । কেও বাদ না যাক । এইগুলি ভাল ভাবে মনে রাখুন । আবার দেখা হবে নতুন কোন পর্বে ।
বিঃদ্রঃ আপনারা প্রায় ই বলেন ভাই ট্রান্সফরমার পর্ব কি শেষ । পিএফআই কি শেষ । তাদের উদ্দেশে বলবো । এইগুলির শুরু আছে শেষ নেই । আমি এইগুলিকে আগে পর্বর আওতায় আনতে চাচ্ছি । তারপর সব ই পাবেন ইনশাআল্লাহ্ । ধন্যবাদ ।
***এখন বলেন নেক্সট কোন পর্ব দেখতে চাচ্ছেন ......
০১. পিএফআই
০২. ট্রান্সফরমার
০৩. ভিসিবি
০৪. ভিএফডি
০৫. কন্ট্রোলিং
০৫. জেনারেটর বিষয়ে
----- জেনারেটর অটো অন অফ + Automatic Transfer Switch সম্পর্কে জানতে মানে Diagram লাগলে Comments করুন । ----
Juwel
5f apparels LTD
Zirabo, ashulia
Comments
Post a Comment
Thank you.....