কুলিং টাওয়ার সাধারণত, 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 RT হয়ে থাকে, কোন কোন ক্ষেত্রে এর অধিক হতে পারে। ( RT = Refrigeration Ton ).
প্রথমত কুলি টাওয়ার ২ প্রকার
1. Natural Draft Cooling Tower.
2. Mechanical Draft Cooling Tower.
আমরা সাধারণত জেনারেটর বা চিলারের জন্য Mechanical Draft Cooling Tower ব্যাবহার করে থাকি।
Mechanical Draft Cooling Tower আবার ৪ প্রকার :
a) Crossflow.
b) Counterflow.
c) Forced draft.
d) Induced draft.
যারা যারা Round, Bottle, Square, এই গুলি বলেছেন, আসলে এই গুলি কোম্পানির Manufacture এর ডিজাইন অনুযায়ী হয়ে থাকে ।
আর Natural Draft Cooling Tower আমরা খুব কম ব্যাবহার করে থাকে, যা Spray Nozzle এর মাধ্যমে গরম পানি খোলা স্থানে বা পুকুর বা খালে প্রাকৃতিক বাতাসের সাহায্যে পানি কে ঠাণ্ডা করা হয়।
Comments
Post a Comment
Thank you.....