PFI

**পিএফআই পর্ব -০১**
@@@এ সকল পর্বে থাকবে । PFI MCCB Calculation , PFI Cable Calculation , Capacitor , Magnetic Conductor , Fuse , Basber ETC ...।কথা হল আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করব । -----@@@

কিছুদিন আগে Engr Rafikul Islam Sir এর একটা পোস্ট দেখলাম । Power Factor Correction নিয়ে অসাধারণ লিখেছেন । তার পোস্ট থেকে এই বিষয়ে যা জেনেছি সেটা ছিল সত্যিই অসাধারণ । তা না হলে আমাকে পচা ইঞ্জিনিয়ার বলে তাড়িয়ে দিত । কথাটা সত্যিই সেই হয়েছে । কতক্ষণ হাসলাম আর ভাবলাম ঠিকই বলেছেন । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য । এখন কথা হল কিভাবে এই অতিরিক্ত বিল থেকে কোম্পানি এবং আমার চাকরি রক্ষা করতে পারি ।
হুম সঠিক মানের ক্যাপাসিটর ব্যাংক সাজানোর মাধ্যমে । তাহলে কিভাবে করা যায় দেখুন । Engr Rafikul Islam স্যার ভুল হলে অবশ্যই জানাবেন

******Cpacitor Selection Formula******

২৫০ KVAR এর নিচে হলে ৬ স্টেপ এ সাজাতে হবে ।
২৫০ KVAR এর উপর কিন্তু ১৬০০ KVAR এর নিচে হলে ১২ স্টেপ ।
১৬০০ KVAR এর উপর হলে ২৪ স্টেপ এ সাজাতে হবে ।

স্টেপ ফর্মুলাঃ
Direct : 5 KVAR
01. 10 KVAR
02. 15 KVAR
03. 20 KVAR
04. 25 KVAR
05. 25 KVAR
06. 25 KVAR
07. 25 KVAR
08. 50 KVAR
09. 50 KVAR
10. 50 KVAR
11. 50 KVAR
12. 100 KVAR

***Our Country Available Kvar****
3KVAR , 7.5KVAR , 10KVAR , 12.5KVAR , 15, 20 , 25KVAR
***************************************

আমি একটি উদাহরণ দিচ্ছি তাহলে ব্যাপারটা একটু সহজ হবে ।
মনে করি ট্রান্সফরমার ২৫০KVA তাহলে পিএফআই হবে এর ৬০% ... তাহলে আসে ১৫০KVAR ......।

সাজাতে হবেঃ Step 1-- 10 KVAR
Step 2-- 15 KVAR
step 3-- 25 KVAR
Step 4-- 25 KVAR
Step 5-- 25 KVAR
Step 6-- 50 KVAR

আমি এখানে Direct ৫ হওয়ার কথা ছিল কিন্তু অনেক ইঞ্জিনিয়ার এটা মানতে ইচ্ছুক না । তাই ১০ দিয়ে করলাম ।
**পিএফআই নিয়ে প্রথম পোস্ট একটু HIGH হয়ে গেল । বেপারনা নেক্সট পর্বে প্রথম থেকে আলোচনা করব । **

****************************************
আমার জন্য দোয়া করবেন ###
********************
পিএফআই নিয়ে কারো কোন সমস্যা থাকলে আমাকে প্রথমে মেসেজ দিন
5f apparels LTD
Zirabo ashulia

Comments