প্রশ্ন: একটি কারখানার লোড ৫ লাখ ওয়াট।এর সাপ্লাই ভোল্টেজ ৪০০ ভোল্ট।এখন আপনাকে ট্রান্সফরমার, বাসবার, পি এফ আই, সার্কিট ব্রেকার সব কিছুর হিসাব করে একটা ডিজাইন করে দেখাতে হবে।
উত্তর: এই প্রশ্ন টা অনেক ফ্যাক্টরি তে ইন্টার্ভিউ দিতে গেলে করে।আমাকেও করেছিল।আজ তার পুরোপুরি হিসাব আর ডিজাইন তুলে ধরা হল।এই লেখা টা মনযোগ দিয়ে পড়লে আর মনে রাখলে আশা করি সাবস্টেশন এর সকল কিছু হিসাব করে নিজেই একটা সাবস্টেশন তৈরি করতে পারবেন।
৫০০০০০ ওয়াট মানে ৫০০০০০/১০০০=৫০০ কিলোওয়াট।
এখন কিলোওয়াট কে কেভিএ বানাতে হবে।
সো ৫০০/০.৮=৬২৫ KVA
আমাকে লোড এর ৫০% বেশি ট্রান্সফরমার বসাতে হবে।কারন লোড ভবিষ্যৎ এ বাড়তে পারে।কমলে সমস্যা নাই।
সো ৬২৫ *(৫০\১০০)=৩১২ kva.
so, ৬২৫+৩১২=৯৩৭ KVA.
এই মানের তো ট্রান্সফরমার কিনতে পারবেন না কারন এই মানের ট্রান্সফরমার বানায় না।আপনি ৯৫০ অথবা ১০০০ KVA ট্রান্সফরমার কিনতে পারবেন।
আমরা ধরলাম ৯৫০ KVA ট্রান্সফরমার আমি বসাব।
মনে রাখবেন ৪৮ কিলোওয়াট এর বেশি লোড হলে আপনাকে সাবস্টেশন ব্যাবহার করতে হবে।এ ক্ষেত্রে তো সাব স্টেশন ব্যাবহার করতেই হবে।
৯৫০ কে ভি এ ট্রান্সফরমার এর জন্য LT সাইডে ৯৫০*১.৩৯=১৩২০ RM এর ক্যাবল ব্যাবহার করতে হবে।কিন্তু ১৩২০ RM এর ক্যাবল তো খুব একটা বাজারে পাওয়া যায় না।আপনি ১০০০ Rm ক্যাবল পাবেন।সো আপনাকে সেটাই ব্যবহার করতে হবে।এতে কোন সমস্যা হবে না।আর HT সাইডে ৯৫০*০.০৫২=৪৯.৪ * ২=৯৮.৮ বা ১০০ RM এর ক্যাবল ব্যবহার করতে হবে।
ট্রান্সফরমার থেকে কত আম্পিয়ার কারেন্ট বের হবে সেটা জানতে হবে।
সূত্র টা হল KVA *1.6=950*1.6=1520 আম্পিয়ার।এখন বাসবার কিভাবে সিলেক্ট করবেন?তামা দিয়ে বাস বার তৈরি।এটা মিলিমিটার দিয়ে হিসাব করা হয়।
উচ্চতা * প্রস্থচ্ছেদ =১০০মিলিমিটার *১৫.২মিলিমিটার =১৫২০ আম্পিয়ার।
আমার এই ৯৫০ KVA ট্রান্সফরমার এর জন্য ৩৩/১১ ট্রান্সমিশন লাইন ব্যাবহার করলেই চলবে।আর ট্রান্সফরমার টা হবে ১১/৪২০ মানে ১১কেভি ঢুকবে আর ৪২০ ভোল্টেজ বের হবে।
HT সাইডে প্রটেকশনের জন্য সুইচগিয়ারে VCB মানে Vaccum Circuit Breaker ব্যবহার করতে হবে।৫০০ kva এর অধিক ট্রান্সফরমার হলে VCB ব্যবহার করতে হয়।আর ৩১৫-৫০০ Kva এর মাঝে ট্রান্সফরমার হলে LSB মানে Load Break Switch ব্যবহার করতে হয়।আর LT সাইডে আপনি সাধারন MCCB ব্যবহার করবেন।
CT, PT গুলা সাধারণত বাজারে যা কিনতে পাওয়া যায় তাই ব্যবহার করলেই হল।শুধু CT কিনার আগে CT আম্পিয়ার এর মান টা বলে নিবেন।
এখন আসি পি এফ আই এর হিসাব নিয়ে।
আগে হিসাব করবেন আপনার কারখানা টা কত ল্যাগিং এ থাকবে।হিসাব টা হল, Load kw/ Transformer KVA=500kw/950kva=0.52 lagging এ থাকবে।আমাকে ০.৯৫ এ আনতে হবে পি এফ আই এর মান।
সূত্র: KVAR=KW(Tan¢1-Tan¢2)
এখানে KVAR হল pfi তে ব্যবহৃত ক্যাপাসিটর এর মান।আর ¢ দিয়ে আমি থিটা বুঝাইছি।
So, KW = 500 kw (আমাদের কারখানায় যা লোড)
¢1=cos-1(0.52)=58.67
¢2=cos-1(0.95)=18.19
so,KVAR=Kw(Tan¢1-Tan¢2)
=500(tan58.67-tan18.19)
=655 KVAR
এই মানের ক্যাপাসিটর লাগবে।ক্যাপাসিটর ১ টা এই মানের ব্যবহার করলে চলবে না।৩ বা ৪ টা ক্যাপাসিটর মানে ৩ টা ২০০ আর ১ টা ৫৫ KVAR মানের ক্যাপাসিটর প্যারালাল এ সংযোগ দিতে হবে।এখন একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে ডিজাইন টা তুলে ধরা হল।বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দিয়েন।আমি বুঝিয়ে দিব।আমার ফোন নম্বর 01711324520.
Comments
Post a Comment
Thank you.....