বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ

BANGLADESH ELECTRICAL POWER PLANT
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসমূহ :

১. রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র - 1320 মে.ও.
অবস্থান : বাঘেরহাট জেলার রামপাল উপজেলা।
জ্বালানী : কয়লা।

২. পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র- 1320মে.ও.
অবস্থান : পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ।
জ্বালানী : কয়লা।

৩. মাতারবাড়ী আল্ট্রাসুপারক্র
টিক্যাল কোল পাওয়ার প্রজেক্ট - 1200মে.ও.
মহেশখালী, কক্সবাজার।
জ্বালানী : কয়লা।

৪. মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র- 1320মে.ও.
মহেশখালী।
জ্বালানী : কয়লা।

৫. পেকোয়া তাৎবিদ্যুৎ কেন্দ্র - 1200মে.ও.
জ্বালানী : কয়লা
৬. উত্তরবঙ্গ সুপার থার্মাল পাওয়ার প্লান্ট - 1320 মে.ও
জ্বালানী : কয়লা।

৭. বড়পুকুরিয়া তাৎবিদ্যুৎ কেন্দ্র - 250+275 মে.ও.
অবস্থান : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন।
জ্বালানী : কয়লা।

৮. কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র- 230মে.ও.
কাপ্তাই, রাঙামাটি।
কাপলান টারবাইন।

৯. মহুরী বায়ু বিদ্যুৎ কেন্দ্র -1 মে.ও.
সোনাগাজি, ফেনী।

১০. কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র - 1 মে. ও.
কুতুবদিয়া, কক্সবাজার।

১১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র - 2400মে.ও.
রূপপুর, পাকশী, ঈশ্বরদী, পাবনা।
জ্বালানী : ইউরেনিয়াম।

যেগুলার জ্বালানী : তেল + গ্যাস
১. আশুগঞ্জ - 638মে.ও.
২. ঘোড়াশাল - 950 মে. ও.
৩. শিকলবাহা - 60 মে.ও.
৪. সিদ্ধিরগঞ্জ - 260 মে.ও.

গ্যাস টারবাইন : জ্বালানী প্রাকৃতিক গ্যাস।
৬. মেঘনাঘাট -450মে.ও. 2+1
৭. অাশুগঞ্জ - 146 মে.ও. 2+1
৮. হরিপুর - 360মে.ও. 1+1
৯. ময়মনসিংহ - 216মে.ও.
১০. সিদ্ধিরগঞ্জ - 240 মে.ও.

Comments