আমার দেশ

বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ । এখানে রয়েছে আনেক নদী নালা খালবিল । যে কেউ এখানে এসে সেই সূন্দর্জ আনুভব করতে পারবে । বাংলাদেশের মানুষ সহজ সরল তারা পরিশ্রমী এবং প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে তারা জীবন ধারন করে । তাদের আছে শক্তি আর বল । তারা এই শক্তি দিয়ে দেশ কে একদিন হায়নাদের হাত থেকে মুক্ত করেছিল ।

Comments